আশাশুনি {সাতক্ষীরা) প্রতিনিধি: আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের চাপড়া হিন্দোল যুব সংঘের ক্লাব উদ্বোধন করেন আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম।
রবিবার রাতে চাপড়া হিন্দোল যুব সংঘের কার্যালয় উদ্বোধন শেষে ক্লাবের সম্মুখে পুরাতন বাসস্ট্যান্ডের মাঠে পুরস্কার বিতরণী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হিন্দোল যুব সংঘের আয়োজনে তিন দিনব্যাপী ক্রিড়া অনুষ্ঠানের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। চাপড়া হিন্দোল যুব সংঘের সভাপতি ও বুধহাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইঞ্জিঃ আবম মোসাদ্দেক এর সভাপতিত্বে ভার্চুয়ালি বক্তব্য রাখেন সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। এসময় তিনি বলেন, আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম মোস্তাকিম এর সার্বিক পৃষ্ঠপোষকতায় এলাকার যুবক ও ছাত্রদেরকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার যে পরিবেশ সৃষ্টি করেছে তার জন্য অভিনন্দন জানাই। তিনি আরো বলেন, আমরা দুই ভাই একসঙ্গে থেকে আশাশুনি উপজেলায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কাজ এগিয়ে নিয়ে যাব। ক্লাব উদ্বোধনকালে এবিএম মোস্তাকিম বলেন আমি চাপড়া বাসীর কাছে চিরঋণী। ব্যক্তিগত ও রাজনৈতিক যেকোনো সংকটে চাপড়াবাসী আমার পাশে ছিল। তিনি যুবসমাজকে মোবাইলে আসক্ত না হয়ে ও মাদক মুক্ত জীবন গড়ার লক্ষ্যে খেলাধুলার প্রতি মনোনিবেশের আহ্বান জানান। আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি থানা অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম (পিপিএম), বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা, ওসি তদন্ত জাহাঙ্গীর হোসেন, শোভনালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রভাষক ম. মোনায়েম হোসেন, উপজেলা চেয়ারম্যানের সহধর্মিনী মিসেস রুচি মোস্তাকিম, উপজেলা চেয়ারম্যানের কন্যা রুদাবা আদনীন ইথিকা, প্রেসক্লাবের নেতৃবৃন্দ, রিপোর্টাস ক্লাবের নেতৃবৃন্দ, বুধহাটা বাজার কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য বৃন্দ। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চাপড়া হিন্দোল যুব সংঘের সকল কর্মকর্তা ও সদস্যবৃৃন্দ।