শেখ আব্দুস সালাম ডুমুরিয়া (খুলনা): জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন উদযাপন উপলক্ষ্যে খুলনার ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ৮ টায় দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি শেখ নাজিবুর রহনান। সভায় প্রধান অতিথির বক্তব্যদেন জেলা আ’লীগের সহ-সভাপতি এ্যাড, রবীন্দ্র নাথ মন্ডল। বিশেষ অতিথি ছিলেন জেলা আ’লীগ সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আমহেদ। আরো বক্তব্যদেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শাহনেওয়াজ হোসেন জোয়ারদার, খান আবু বক্কার, সরদার আঃ গণি, মোল্য সোহেল রানা, জাহিদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা,আছফর হোসেন জোয়ারদার, যুবলীগ নেতা প্রভাষক গোবিন্দ ঘোষ, মাসুদ রানা নান্টু, মহিলা আ’লীগ নেতা হাসনা হেনা,বিভা বিশ্বাস,শিমু আক্তার, ছাত্র নেতা খান আবুল বাশার,শেখ মাসুদ রানা,মনিরুল ইসলাম বান্টি প্রমূখ।দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাও: আব্দুল কুদ্দুস।শেষে কেক কাটেন অতিথিবৃন্দ।
কমেন্টস