আমিনুল ইসলাম বজলু,পাইকগাছা (খুলনা): পাইকগাছায় অনলাইনে স্বাস্থ্যসম্মত মাছ বিক্রয়ের জন্য প্রক্রিয়া জাতকরণ বিষয়ক নারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর সহায়তায় উপজেলা মহিলা ও শিশু উন্নয়ন বিষয়ক কমিটি এবং উপজেলা পরিষদ যৌথভাবে ৫দিন ব্যাপি এ প্রশিক্ষণের আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস। প্রশিক্ষণে ২৫জন নারী অংশগ্রহণ করে।
কমেন্টস