অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের সোনালী ব্যাংকের কর্মকর্তা আব্দুর রাজ্জাক (৩২) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। সোমবার সকাল ১০টার দিকে নাটোর সদরের দিঘাপতিয়া ওয়াই মোড় এলাকায় তাকে একটি দ্রুতগামী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি শিবদুর গ্রামের নাদের আলীর ছেলে ও সোনালী ব্যাংক বড়াইগ্রামের বনপাড়া শাখার অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
থানার উপ-পরিদর্শক প্রতুল কুমার জানান, সকালে তিনি নিজ বাড়ি থেকে কর্মস্থলে আসার জন্য ওয়াইমোড় এলাকায় বাসের জন্য অপেক্ষা করছিলেন। এসময় নাটোর থেকে বগুড়াগামী একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতক ট্রাকটি চিহ্নিত ও আটক করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
কমেন্টস