রোমানুল ইসলাম সোহেব, ভোলা জেলা প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনের মেঘনা নদীতে ফারহান-৬ লঞ্চের ধাক্কায় রফিক মাজি নামে এক অসহায় জেলের ট্রলার ভেঙে চুরমার হওয়ার ঘটনা ঘটেছে। গত শনিবার বোরহানউদ্দিনের হাকিমুদ্দিন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। এঘটনায় ট্রলারে থাকা দুই জেলে গুরত্বর আহত হয়। আহতরা হলেন, জেলে মোঃ মনজুর ও শফিক । তারা দু’জনই ভোলার বোরহানউদ্দিন জয়া ইউনিয়ের বাসিন্দা। আহতরা বোরহানউদ্দিন হাসপাতাল থেকে প্রাথমিক ভাবে চিকিৎসা নিয়েছেন।
ট্রলারের মালিক রফিক মাঝি জানান,‘ গত (২০ফেব্রæয়ারি) ভোর রাত সাড়ে ৩টার দিকে তারা বোরহানউদ্দিন হাকিমুদ্দিন ঘাটের দক্ষিণ পাশে মেঘনায় মাছ শিকারের জন্য নদীতে জাল ফেলে রেখে ট্রলারটি নোঙ্গর করে রেখে ছিলেন। এসময় ঢাকা থেকে আসা ফারহান-৬ লঞ্চটি দ্রুত গতিতে চালিয়ে তাদের ট্রলারের উপরে উঠিয়ে দেয়। এতে তাদের ট্রলারটি ভেঙে চুরমার হয়ে যায়। পরে ট্রলারে থাকা জেলেরা আত্ম্যরক্ষার্থে নদীতে ঝাঁপ দেই। পরে নদীতে থাকা অন্য জেলেরা আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় ট্রলারের মালিক রফিক মাঝির ৫ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে ট্রলারের মালিক রফিক মাঝি বাদি হয়ে বোরহানউদ্দিন থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।
কমেন্টস